দোঁহা

মোহিত ব্যাপারীর কবিতা

 

 

নতুন আলোয় 

নতুন দিনের নতুন আলোয় দেখি তোকে
যখন ভোরের রবি হাই তোলে।
জীবনের রূপ রস গন্ধ মেখে
দেখি তোকে নতুন নতুন উদ্যমে।
সারাদিনের কাজের মাঝে বা সামনে থেকেও
তোকে লুকিয়ে দেখি আড়ালে আবডালে।
দুপুরবেলায় স্নানের পরে
যখন তোর এলোচুলে রৌদ্র খেলে
তখন আমার হিয়ার মাঝে মাতাল একটা ঝড় ওঠে।
নতুন দিনের নতুন আলোয় দেখি তোকে
গোধূলি যখন লাজুক চোখে ঘোমটা টানে।
তখন আমার মাতাল হৃদয়।
হিয়ার মাঝে মাতাল একটা ঝড় ওঠে।
জ্যোৎস্না রাতে আকাশ যেমন তারার সাথে
তোর অলকে জ্যোৎস্না যখন চুঁইয়ে নামে
তখন আমার মাতাল হৃদয়।
হিয়ার মাঝে মাতাল একটা ঝড় ওঠে।

 

অদৃশ্য ছুরি

সকাল হতে সন্ধ্যা তোমার সারাবেলা
ব্যস্ত ভীষন কাজের বেলা।
সারাদিন সংসার সংসার খেলা।
আমার জগত বাইরে বাইরে ছুটে বেড়ায়
সংসারের খোঁজ রাখি না।
তোমার দিনের শুরু ঝাঁটা হাতে ভোরের বেলা।
তারপর উদয়াস্ত চলতে থাকা।
রান্না ঘর থেকে চুড়ির শব্দ আসে মাঝে মাঝে।
মাঝে মাঝে বাসনপত্র বিদ্রোহ করে ঝনঝন করে।
সব কাজ শেষে একটু অবসর বিকেলের পরে।
ক্লান্ত শরীর চোখ দুটো বুজে আসে।
আমি সেই বাড়ি ফিরি মাঝরাতে।
দুটি ক্লান্ত শরীর ঝিমিয়ে পড়ে দুদিকে ফিরে।
কাউকেই বোঝা হয়ে ওঠে না কারো দিক থেকে।
অকারণেই সম্পর্কের বুকে রক্ত ঝরে।
আমরা তবু সংসার সংসার খেলি প্রতিদিন।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন