দোঁহা

নজর উল ইসলামের কবিতা

 

 

আমার ভুবন 

অদ্ভুত অনালোক বাকলে পরে নিচ্ছে গাছ
সরে যাচ্ছে অনন্য মায়া, ছায়া বুঝি ব্যাকুলতায়
শুকনো দিন গুনছে—জারি থাকছে না আর মিশুকে হাওয়া 
এই আমরাই পার করছি পরিণত উপমার মাপজোক
গভীর ঘনত্বে এলোমেলো আলো নিষ্প্রভ 
আকাল কাঙাল চুম্বনে আটকে যাচ্ছি রোজ
অভিমানে পুড়তে জানি শুধু–গোলকের বাস্তবতা
চেয়ে থাকা চোখ তৃষ্ণায় চোরাবালির অন্ধকার দেখে 
আবহবিকার বলে যতই চেঁচিয়ে উঠি সব অসঙ্গত
কেবল সাজানো মোহগ্রস্তে সমৃদ্ধ আমার ভুবন...




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন