দোঁহা

নীলাদ্রি দেবের কবিতা

 

 

হঠাৎ

১.
প্রমাণ সন্ধ্যা পেরিয়ে আদি ছায়ার গান 
খুব কাছে কিছু আলো এসে লাগে 
না-আলোর গভীর ধরে কেউ চলে যায় 
তার পিছে হাঁটি থাকি, হাঁটতেই থাকি 
আমাদের ফিরে আসা হয় না আর 

২.
অনন্তের পাশে চোখের আয়তে
স্তর, অন্যস্তর; সমান্তরাল, ওভারল্যাপ
যাতায়াতের স্বার্থে যে গোপন পথ,
তার ভাগশেষ থেকে যাচ্ছে 
প্রশস্ত প্রণালী বিপরীত থেকে ছুটে আসে 
কখনো কেউ অনন্ত পেরিয়ে যায়



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন