দোঁহা

পিয়াংকীর কবিতা

 

 

ঋদ্ধি 

সমৃদ্ধি কোনো কামনা নয়। 
সে বিবৃতিতে মিশে থাকা বায়ুস্থলী
নির্দিষ্ট সময় অন্তর সেখানে বাঁশি বাজে 
হাট বাজার কাঁধে অপেক্ষা করা পুরুষ ফেরে, নারীর কাছে 
"শিউলিতলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লীবালা" 

আমার স্থলপদ্মে ভর করেছে পূর্বজন্ম 
তোমার গৃহদেবতার অঙ্গসজ্জা আর পায়ে আঁকা আলতার ছাপ 
কে এসেছেন, মা? 

আকাশের ভিতর ফুটে থাকা আলো এখন মর্ত্য অভিমুখে 
কাশের বনে উত্তাল ঢেউ 
প্রতিসরণ প্রতিফলন... 

মায়ের গজাগমনও তো একপ্রকার সিদ্ধিলাভ, একথা তুমি কি বোঝো? 



সৌন্দর্য 

রঞ্জক আমার কাছে প্রধান নয়। 
এটি অপেক্ষা 
মৃগনক্ষত্র দিয়ে সাজিয়েছি  অশোক
বাড়বাড়ন্ত বিগ্রহাদি এবং লাল-মার্গ-
ভিতরের বিকেল যত খয়েরী হয়
মুদ্রাটিকে সোজা করি। 

ভঙ্গ ভ্রম, মায়ার মাত্রা কিংবা বসন্ত নির্ণয়ের ওপর এখনো কর বসায়নি কেউ
ফলত, নাভি মাপতে গিয়ে  অনড় থাকি 

জেহাদ থেকে আয়ু অবধি যে লম্বা রেখা
ঘুঘু আসে। শ্যাওলা ধরে। পোকা কেটে ফেলে মিথ

বুঝতে পারি না কে সুন্দর, অগ্নি নাকি তোমার খোঁপার শ্বেতপলাশ...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন