জীবনের অনুষঙ্গ
আধ্যাত্মিকতার কাছে জীবনদৃষ্টি,
এই বোধ আমাকে জাগিয়ে তোলে,
কুমোরটুলি, অষ্টমী তিথি,
অপ্রমাণিত কিন্তু জীবন্ত অনুভূতি,
তুলনা করি না
ম্লান হয়ে যায় আমার শরৎকালের বিকেল,
আমি বাতাস, আমি গাছ, গাছের পাতার কথা বলতে চাই,
বরফের ওপর দিয়ে হেঁটে যায় স্নায়ু আমার,
বোধন,
পেঁজা তুলোর মতো মঘ,
সূক্ষ্ম ঘুমন্ত হৃদয়ের স্বস্তি ও স্মরণ
একতারে বাঁধা
আমি বলব, আমাদের সবকিছু,
হাজার হাজার অবিচ্ছেদ্য বন্ধন এখনো মরে যায়নি,
দশভূজা সম্ভাবনা একসূত্রে বাঁধা।
দূরতম নক্ষত্র ও এই পায়ের কাদা—সবই এক। পাইন গাছ, উদাসীন নদী,
আমরা একে অপরের নিয়তি।
