মন-ছায়ার চিত্র
কাঠগোলাপের সৌরভ জড়িয়ে রাখে সবসময় অনিশ্চিত জীবনের সারাংশকে
শ্যাওলার মতো ভেসে ওঠা সহজ আলো ক্রমশ ফুরিয়ে আসে
খুব সহজ সামান্য কথা হয়ে ওঠে
অপর প্রান্তের মানুষের কাছে একটা সূঁচালো আঘাত
সারা সন্ধ্যা ছাদে হাঁটা, হাওয়ায় সব অগোছালো হয়ে যাওয়া কিছু জমানো ছবির রস আস্বাদন করা
তারপর সব মেনে নেওয়া রোদে শুকনো ফুলের মতো
অনুভূতির শাঁসটুকু বেরিয়ে আসে স্মৃতির গলি থেকে...
আলতা রঙের নামতা
১.
ক্ষয়ে যাচ্ছে প্রত্যেক সেকেন্ড
কাছে থাকা কথোপকথনের নির্যাস
বয়ে চলেছে সাঙ্গু লেকের মতো
বাঁচিয়ে রাখার উদযাপন ক্ষীণ হয়ে আসছে
২.
শিকড়ে লেগে থাকা প্রাণের সরগম
আরো কিছু বলতে চাইছে অথচ
লোহিত রক্তকণিকাতে আটকে আছে
কঠিন সময়ের কাছে মুড়ানো সকাল দায়ী থেকে যায়
শুধু কাছে যাওয়া হয়না এক আক্ষেপ সুরের কারণে
যা কিছু বাকি রয়ে গ্যালো তার হিসাব মনের খাঁচায় পড়ে থাকা...
