আশ্চর্য
করতল রাখো পূর্বনাম…
রাখো আমূল ভেসে যাওয়া, বিদ্যুতে—
যাকে অঙ্গে অঙ্গে ধ্বংস চিনিয়ে, মুছে
দিয়েছি বাঁকা চোখে, রাখো তাকেও,
বৃষ্টিপাতে তার বিলম্বিত সুর নীল করুক
যাবতীয় শৃঙ্গার…
এতদিন ফিরিয়ে নিইনি চন্দ্রাহতে..
দাঁড়াই সেই শব্দে, যেখানে আজও রক্ত
গাঢ় হয়….
হত্যা ভাস্বর হয়ে ওঠে সহস্র আশ্চর্যে...
পুড়ে যাওয়ার আগে, পেরোও জলস্পর্শ।
নিরুদ্ধ
চাই নিরুদ্ধ হতে, বদলে
উড়ে যায় সমস্ত শাপ,
যদি শরীরে হাত রাখো,
বুঝবে এখনও শিশুসুলভ
উচ্ছাসে ডুবে গেছে সমুদ্র…
কেউ বাজায়নি সুন্দরের বিপরীতে !
শুধু রাগহীন করেছে..
হাঁটার শব্দে চমকে উঠি, মেঘ করল…
সীমা মুছে দিক আঙুলের দূরত্বে, তর্পণে…
