দোঁহা

শুভঙ্কর বিশ্বাসের কবিতা

  


উন্মাদনামা

(১)

অকারণে ছুঁয়ে ফেলি মেঘ
তুমি আসলে বড্ড ছোঁয়াচে 

(২)
হাসপাতালের সামনেটায় অনেক ভিড় জমে আজ
ঠিক আর কিছুদিন পর একটি মেয়ে শব হয়ে শুয়ে থাকবে বরফ বিছানায়

(৩)
এইমাত্র যে পাখিটি উড়ে গেলো নদী পেরিয়ে
ওর কোনো দেশ নেই
দেশ তো কেবল তোমার আমার

(৪)

এইযে রোজ ভাত রাঁধিস 
বাটনা বাটিস 
কুটনো কুটিস মেয়ে
সিঁথি ভরে সিঁদুর পরিস চাওড়া করে
ভালোবাসিস ?
আদর করিস ?
জানে কেউ তোর বুকের কথা
নাকি জানে কেবল বালিশ কাঁথা 
আর জানে না কেউ

(৫)

একটু ধার থাকুক নাহয় তোমার কাছে
নগত তো সব শেষ
তুমি বরং কিছু রোদ্দুর রাখো বা এক পশলা বৃষ্টি

(৬)

সেদিন পুরো বস্তিটা যখন জ্বলছিল
এক এক করে সবাই বের করে আনছিল গেরস্থলি
তখন নিঃশব্দে পুড়ে যাচ্ছিল কয়েকটা রোগা কবিতা
কবিতারা তো আর আগুন নেভাতে পারে না

(৭)
সবই তো ফুরিয়ে যাচ্ছে
একদিন আমরাও ফুরিয়ে যাবো চিতায় কিম্বা কফিনে

(৮)
এইমাত্র দাহকার্য শেষ করে ছেলেটি মুখের আধপোড়া বিড়ি টা ফেলে দিয়ে বলে উঠলো 'মাইরি যমরাজ প্রতিদিন এরম দুচারটে বডি পাঠিও নাহলে এই বাজারে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে'

(৯)
' ল ' - য়ে হয় লাল
লালে হয় রক্ত
লাল মানে রেড
রেডে হয় রেড লাইট এরিয়া ,
রেড লেটার ডে

(১০)
অতঃপর তিনি কলম বন্ধ করে দিয়ে দেখলেন কিছুই লেখা হয়নি
 যা হলো টা কেবল বিলাপ মাত্র ঠিক জীবনের মতোন



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন