দোঁহা

কোদালবস্তি- প্রকৃতির আদর যেখানে সীমাহীন


অমিত মুখোপাধ্যায়

নদী আছে। বন আছে। ধনেশ পাখির উড়াল আছে। হাতির পালের চলাচল আছে। বাইসনের স্থির নেত্রে তাকিয়ে থাকা আছে। চিতাবাঘের ওঁত পেতে থাকা আছে। আদিবাসীদের সারল্য আছে। প্রকৃতির আদর আছে। চিলাপাতা অরণ্যের কোদালবস্তি বনছায়ায় পর্যটকদের জন্য জাদু আছে।

কোদালবস্তি। কুলটি নদীর ধারে একটি বনগ্রাম। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা অরণ্যের এই গ্রামে রাভা ও উরাঁও জনজাতির বাস। তবে রাভাদের সংখ্যা বেশি। যাঁরা অরণ্য ভালোবাসেন, প্রকৃতির বুকের মধ্যে বসে প্রকৃতিকে অনুভব করতে চান তাঁদের জন্য কোদালবস্তি এক আশ্চর্য ঠিকানা। এই গ্রামে অনেকগুলি হোমস্টে আছে। তার মধ্যে জঙ্গলের সব থেকে কাছেরটির নাম 'কোদালবস্তি হোমস্টে।' এই গ্রামে বেড়াতে যাওয়া মানে হাতি, বাইসন, হরিণ দেখার সম্ভবনা তো আছেই, আপনার সামনে দাঁড়িয়ে থাকা শাল, অর্জুন, চালতা ইত্যাদি গাছের ডালে উড়ে এসে বসতে পারে হর্নবিল, মানে ধনেশ পাখি। আছে টিয়ার ঝাঁক। সারাদিন গ্রাম মুখর হয়ে থাকে সংলগ্ন জঙ্গল ডাকা 'বৌ কথা কও' পাখির ডাকে। অরণ্যের সঙ্গে অমল সব মানুষের সঙ্গ পাবেন কোদালবস্তিতে। তাদের কাছে শুনতে পারেন রাভাদের উপকথা, জঙ্গলের গল্প। রাভাদের আতিথ্য আপনাকে মুগ্ধ করবে। তোর্সা নদীর মাছ সহ নানা খাবার দাবারের সঙ্গে স্বাদ নিতে পারেন রাভাদের 'ছেকা'র। স্বাদ নিতে পারেন রাভা পানীয় 'চোকোত'-এর। পারিশ্রমিকের বিনিময়ে দেখতে পারেন রাভা জনজাতির নৃত্য। পাবেন উরাঁও জনজাতির সংস্কৃতির স্পর্শও। তবে যে কোনও অরণ্যে বেড়াতে গেলেই পর্যটকদের হতে হবে পরিবেশ সচেতন ও অরণ্যবান্ধব। কারণ সচেতনতা বাদ দিলে দায়িত্বশীল পর্যটন অর্থহীন হয়ে যায়।

কোদালবস্তিতে থেকে বেড়িয়ে নিতে পারেন জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা অংশ। এখান থেকেও 'জঙ্গল সাফারি' হয়। ঘুরে আসতে পারেন বক্সা বাঘবন, ভুটান সীমার জয়গাঁ, রাজ ঐতিহ্যের শহর কোচবিহার। সব ঋতুতেই কোদালবস্তি জাদুকরী। তবে বর্ষার ডুয়ার্সের আমেজই আলাদা। শুধু এই সময় (১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর) 'জঙ্গল সাফারি' বন্ধ থাকে। হাসিমারা থেকে গাড়িতে, অটোতে, টোটোতে যাওয়া যায় কোদালবস্তি। দূরত্ব ১০ কিলোমিটার। আলিপুরদুয়ার থেকে বা মাদারিহাট থেকেও আসা যায়। দূরত্ব যথাক্রমে  ৪২ ও ১৭ কিলোমিটার।

 


 









1 মন্তব্যসমূহ

  1. এ নিছক ভ্রমণকাহিনী নয়, এ নয় শুধু বর্ণনা, এ লেখার প্রতিটি শব্দের গায়ে প্রলিপ্ত রয়েছে অনুভবের স্পর্শ। আর ছবিগুলি তো ঈশ্বরের চাউনিতে দেখা মুহূর্তসফেন কোলাজ...

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন