বাড়ি ফেরার রাস্তায়
কত কি দেখি, কত কি ভুলি
বাড়ি ফেরার ছুঁতো নিয়ে রাস্তায় উঠি;
কমলালেবুর কোয়ার মত নরম রোদে,
এক জটাধারী বুড়ি নখ খুঁটে যায়,
খোঁড়া কালু কিছুক্ষন পিছু নিয়ে
রাস্তা আগলে দাঁড়ায়,
কচি আমপাতারা ফেরিওয়ালার মতো,
পায়ে পায়ে জড়ায়
চোঁয়া ঢেকুর হঠাৎ মনে করায়
ঐ বুড়ির মতো অনেক দিন,
আমিও রুটি নিঁখুত ভাবে ছিঁড়ি নি।
চিৎকার -চেঁচামেচি
যে দিকে তাকাই, সবাই গলা ফাঁটায়
একে অপরকে টেক্বা দিয়ে,
কিছু জানতে কাউকে জিজ্ঞাসা করি
অমনি আবার গলা ফাটানো হয়,
যতই জিজ্ঞাসা করা ততই শব্দকে যেন প্রতি হত করা
পুকুরের মাঝে, রাস্তার মাঝে, ঘরের মাঝে, পড়ার সময়
সবেতেই গলা ফাটিয়ে "আমি জানি না"
এই তো আমিও কত কিছুই জানি না,
কত কিছুই পারি না,
তারপরেও কিন্তু গলা ফাটিয়ে না শোনাতে যাই না।
আপনার কবিতায় ঁ-এর অহেতুক ব্যবহার পাঠআনন্দ প্রতিহত করে - ছুঁতো, ফাঁটায়...তবে কবিতার ঘুড়ি উড়েছে দেদার আকাশে...ভাললাগছে...
উত্তরমুছুন