দোঁহা

অর্ঘ্য দের গুচ্ছ কবিতা



ফুল

বিষাদ একটি ঋতু
ঝরে যায়
শিশিরে স্নাত ঘুম-ঘুম সময়ের কোলে,
ফুল কুড়ুনি মেয়েটি কুড়িয়ে
চলে গেল অলক্ষ্যে, বিস্ময় পথে
একা।


 প্রপঞ্চ

কাকে দিয়েছ ব্যথার ভার
বোঝেনি সে
প্রেম,
নিঃস্ব হবার মানে।
সমাধিতে রেখেছে শুধু স্মৃতির কোলাজ
সাজিয়েছে প্রণয়ের পাশা সযত্নে ফাল্গুনী সংসারে।


 প্রতিশ্রুতি

বাঁচিয়ে রাখে আমায় তোমার
মিথ্যে সব, কথা রাখার কথা
সত্যি হলে হয়তো বা থেমে যেত
ক্লান্ত এ জীবনের
যেটুকু আছে
গতি।


বার্তা

চিঠি-তেপান্তরের গান
তোমার আমার
নিরাময়,
অন্তরঙ্গ ফাগুন বেলার শিহরন
জড়িয়ে থাকে দীর্ঘ, দাহ্য নিশ্বাসে
লতায়-পাতায় নূপুরের রিনিঝিনি মিলন উন্মুখ।


যাপন কথা

দ্বিধাহীন
বেঁচে থাকা
অনেকটা রূপকথার মতো,
যার কোনও অস্তিত্ব নেই; ছায়া নেই !
অন্তহীন বিভ্রম থেকে আমাকে তুলে
জীবন কুরে খায় নিয়মিত।  



অনাস্থা প্রস্তাব

অন্তমিল কমে আসছে
দিনে দিনে,
গানে কবিতায় গরমিলে অভ্যস্থ আমরা সহজে।
সবাই খোঁজে কাগুজে প্রতিবাদ
আধুনিকতার এও নাকি এক উদাহরণ —
জ্বলন্ত !


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন