দোঁহা

বর্ণজিৎ বর্মনের কবিতা



যেভাবে এগিয়ে যায় স্রোত

যেভাবে এগিয়ে যায় স্রোত
অধীর আগ্রহের দিকে
তুমি সেভাবে এলে প্রবাহমানের মাধুরী
ক্রমশ অথৈ হয়ে যাই

 নদী ভেসে ওঠে আলৌকিক গানে
 সুদূরে মিশিয়ে যায়  সুর
নীলে নীলে হয়ে যায় দেখা,
প্রাণ প্রস্ফুটিত কাননের পাশে

যেভাবে আকাশ দেখে ওঠে
মেঘের কোলে হেসে ওঠে রোদ

 সমস্ত ছিন্ন বাসনা
 প্রত্যাখ্যানের ব্যালকনিতে
 মিলেমিশে একাকার হয়

তুমি কি ভেবেছিলে ফিরে আসবে?

এভাবেই সমস্ত
ঘাটে ঘাটে অধীনতা রূপক নিয়ে বসে ছিল
কদম গাছের তলে
এসেছিল ভেসেছিল ফুলগুলি স্বচ্ছ জলের চোখে

 দেখেছিল পৃথিবীও একদিন
যেভাবে এগিয়ে যায় স্রোত ঢেউ তুলে তুলে



দূরবর্তী
 
প্রচন্ড শীতের ভেতর হেঁটে যাচ্ছে দুজন
রোদ তখন দূরবর্তী
প্রান্তরে স্পর্শ করছে শীতলতার সম্মেলন

দুজন হেঁটে যাচ্ছে পাশাপাশি
মাঝে দূরবর্তী নদী
লাবণ্যরেখা তার নাম

এভাবেও কি মালা পরানো যায়?
পরবর্তী সময়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন