দোঁহা

পিয়ালী বসুর কবিতা

 



ঋতু, তুমি সম্পূর্ণ হয়ে ওঠো

পরিচিত ঠোঁটের পাড়ভাঙা অবয়বে
এখন নৈর্ব্যক্তিকতার ট্র্যাজিক মৃত্যু জ্বর।

অভিপ্রেতের বিপরীত বিন্দু থেকে জীবন শুরু করতে চাওয়া, প্রতিটি সম্ভাব্য দিনের ক্যানভাসে 'জ্বলে ওঠা ফিনিক্স হিসেবে চিহ্নিত হলেও, এ ভাবেই আসলে নির্মাণ হয় আলো, অথবা নৈঃশব্দের ছায়াহীন স্থির দৃশ্যে, তৈরি হয় বিস্তৃতির মেলাঙ্কলিক স্মৃতিঘুম।

অপ্রকল্পিত অপরূপের থিম্যাটিক বীজক্ষেতে ধরা দেয়, মন্টোভানির অর্কেস্ট্রা আর ব্যাখ্যাতীত ঈশ্বর জন্ম।



অপরিমেয় উত্তরবাদ

অধিকারের কন্ঠমাত্রা বেশীদূর ছড়ালে
বাঁধন বিহীন ভালবাসাও শীতল স্থিরাঙ্কের মোম-স্কেচ তৈরি করে।

বসন্ত ও শীতের অন্তর্বর্তী ইমন জুড়ে
ধৃতিযোগ্য বিস্মৃতির রাজত্বকাল বাস করে, একথা জেনেও, খিদে-জন্ম এবং যাবতীয় আত্মসংঘাত বাঁচিয়ে চলি।

বুঝে নিই, চেনা মেঘও অচেনা হয়
সৃজিত অন্ধকারে প্রচ্ছন্ন ব্যথায়
সময়ের নিষণ্ণ সঞ্চারপথে।

2 মন্তব্যসমূহ

  1. পিয়ালী বসুর ‘‘ঋতু, তমি সম্পূর্ণ হয়ে ওঠো’’এবং “ অপরিমেয় উত্তরবাদ’’ দুটি কবিতাই বেশ ভালো লেগেছে। কবিতাদুটিতে বিষয়ভাবনা ও গঠনশৈলীর সুন্দর সমন্বয় ঘটেছে।

    উত্তরমুছুন
  2. অশেষ প্রাপ্তি | আন্তরিক ধন্যবাদ

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন