দোঁহা

প্রবুদ্ধ ঘোষের কবিতা

 


 সেইসব সিনেমার দূরত্বে

কী আত্মঘাতী রাগ পুষে গজল গাইছে গুলফাম
মুহাজির-কোথাও নেয়নি যাদের কেউ।
এরা তবে ঘূণপোকা? ক্ষইয়ে দিচ্ছে দেশ, জাতীয়তাবোধ?
জঘন্য প্রতিবেশ। এরাজ্যে কতগুলো গুলফাম আছে, খোঁজো।
“এ শহরে দু’একটা” মেজজেঠু বলেছিল, “মিনি পাকিস্তান আছে” 
বাতিল গুলাম আলি। পিচ খুঁড়ে বাতিল ক্রিকেট।
প্রিয় পোষ্যের কান ছিঁড়ে নেওয়া নিখুঁত দৃশ্যে
“এর’মই নিষ্ঠুর ওরা” ঘৃণাভ’রে স্যার বলেছিল, “অনেক দেখেছি”
রক্ত ফুটছিল, যেমন ফোটাতে চায় প্রভু, পপুলার মোহে-
এসিপি অজয়ের মতো একটা বন্দুক থাকলে, অমন জ্যজ্‌বা,
আমার রাষ্ট্রে কোনও ‘ওরা’ থাকবে না।

দেশভাগ, কাঁটাতার অমসৃণ যন্ত্রণায় ছিটকে ফেলে না আর।
ঋত্বিক, ‘গর্ম হাওয়া’ ম্লান। সিনেমার প্রয়োজন গুলফাম-অন্নঘাতক।
সোনালি বেন্দ্রের লাস্যে, আব্দারে রাষ্ট্র মজহব চেনায়-
গানের ভেতরে ছেঁড়া কান, ক্কচিৎ ভাল মুসলমান।
গুজবী বিশ্বাসের হাওয়া উৎসাহ দেয়- পরধর্ম মশার সমান

দু’দশক পেরিয়ে ঘৃণা তাকত পেয়েছে, যেমন শাসক চায়।
সন্দেহে ভুখ ঢাকে, ধর্মে মিশছে ভোট অহর্নিশ
পদবীতে শত্রু চেনা, কালচারে ছুঁড়ে দেওয়া বিষ-
আত্মঘাতী জলসা ঘিরে অপেক্ষায় খোচড়, নীতির পুলিশ।
পর্দার আলো নেভে। বাইরের আলো জ্বলে?

শিল্পে মোড়ানো দ্বেষ ক্রমশ স্বাভাবিক, খুব স্বাভাবিক মনে হয়



 
রাষ্ট্রের বিরুদ্ধে দেশ যেভাবে বাঁচে
(রাষ্ট্রীয় সন্ত্রাসে শহীদ দেশবাসীর উদ্দেশে)

সাংবিধানিক অক্ষর ঝুরে ঝুরে পড়ে বোমার মতন,
তফসিলগুলো আজ ড্রোন
অরণ্যসন্তানের লাশ বসন্ত গাঢ় ক’রে ঝরে।
দেশমেধ। রাষ্ট্রীয় উল্লাস সদরদপ্তরে।
কত খুনে দানাপানি পাবে কর্পোরেট
কত মানুষের ভেট তাদের চড়ালে শাসক
নির্ভার হবে?
সম্মতি জুটবে আরও কিছুকাল দেশের পতাকায়
রাষ্ট্রীয় মন্ত্র লিখে দিতে।
পোড়া প্রান্তর ব্যেপে গাছেরা শহীদ হল-
বুলেটে খোদাই হল ডানাভাঙা পাখিদের নাম

মিডিয়াবয়ান, “উন্নয়ন যথাযথ। কিছু কোল্যাটারাল ড্যামেজ...”
কবি লিখেছিল, “নগরবিষাদে মৃত্যুর চুমু, আহা, সমুদ্রপ্রবণ”
অধ্যাপক বলে, “সত্য? কোন দিকে? তত্ত্ব ঘেঁটে যদি পাই”
গণফৌজের ফুলু বলেছিল, “না দেব জঙ্গল-জমি, প্রতিশোধ চাই”

তবুও জন্মেছে ঘাস। অবাধ্য চিকন
গাছেরা বেড়েছে ঘন, প্রতিরক্ষা খুঁজে
ব্যূহ সাজিয়ে যত অরণ্যসেনানী দীর্ঘ অপেক্ষায়-
শোক চুঁয়ে চুঁয়ে দৃঢ় প্রতিরোধ
নথি ফেটে, পোকাধরা আইনি শ্বদন্ত ভেঙে বেরিয়ে আসছে আলোমানুষেরা
খোয়াবে খোয়াবে আরও পথ খুলে দিতে
শমীবৃক্ষে লুকোনো শস্ত্র নামিয়ে
দ্রোহের হৃদয়জুড়ে স্থিতি
অন্নজলে আঁকা দেশ খুঁজে নিতে

মানচিত্র ভরে ওঠে মানুষের স্বরে
শাসকের নটেগাছ সবলে মুড়োলে

2 মন্তব্যসমূহ

  1. প্রবুদ্ধ ঘোষের কবিতা “ সেইসব সিনেমার দূরত্বে’’ এবং “ রাষ্ট্রের বিরুদ্ধে দেশ যেভাবে বাঁচে ” পড়লাম। ভয়ংকর সুন্দর দুটি কবিতা। শিল্পবোধ এবং সামাজিক দায়বোধের দুরন্ত সম্মিলন ঘটেছে কবিতাদুটিতে। প্রবুদ্ধ ঘোষক স্যালুট।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আন্তরিক ধন্যবাদ আপনাকে। খুব ভাল লাগল আপনার মতামত জেনে

      মুছুন
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন