ছায়া
আমার বাড়ি জলের ধারে, তোমার ছায়া নাতিদীর্ঘ বটে
গুজবের আর কী বা জানো? যা রটে তার খানিকটা তো ঘটে।
প্ৰিয় কোনো খেলার পুতুল হারিয়ে গেছে পলাশবনে,
কে জানে কার মনের কথা কার কাছে আছে খুব যতনে;
রন্ধ্রে রন্ধ্রে বেহাগ বাজে, আর সেতারের আবছা বাণী
শ্রাবণ পিয়াসে ঘরের কোণে রাখা আছে এক আতরদানী;
সে সুবাসে প্রাণ কাঁদে আর চোখের কোণে অলীক মায়া,
ভেঙে যাওয়া সব মানুষের ভালোবাসায় বড্ডো মায়া।
আস্তিনে আর আঁচলের ছায়ায় অনেক টুকরো তারা,
আমার আর কেই বা আছে কেবল একটু আকাশ ছাড়া!
আকাশ সমান জায়গা তোমার জন্য রেখেছি এ অন্তরে,
হঠাৎ করেই নিভে গেলাম অকালে, দুদিনের জ্বরে...
তবুও জেনো একটা কথাই, খড়কুটো সব রয়েছে জড়ো-
আকাশ চিরকালই তোমার আমার থেকেও অনেক বড়ো।
দুঃখগাছ
আমার ব্যথার ওপর রেখে গেলে যেন সূর্যমুখী ফুলের তোড়া...
আর আমার সারা শরীর যন্ত্রণা আর মনখারাপে নিভে গেলো সেই মুহূর্ততেই। পাঁপড়ি গুলো বুজে গিয়ে শুকিয়ে গেলো ত্রস্ত শোকে;
কারণ আমার শরীরে কোনোদিন সূর্য ওঠেনি, আলো হয়ে জ্বলে ওঠেনি কোনো ম্যাজিকমন্ত্র...!
চিরকাল মুখ ফিরিয়ে ফিরিয়ে থাকা দুঃখগাছ ও তাই আমায় শেষে আঁধার দিয়ে গেলে।
জীবন, তুমি আমায় পরশপাথর খুঁজে দিলেনা কেন?
কেমন লেগেছে তা বলতে গেলে 'ভীষণ ভালো বা সুন্দর ' বললেও অনেক কম বলা হবে! ভবিষ্যতে এরম কবিতা আরো পড়ার ইচ্ছে রইলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ বিদীপ্তা ❤️
মুছুনঅসাধারণ হয়েছে রে! তোর থেকে এরকম কোনো লেখা-ই আশা করা যায়। এইভাবেই আরো সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিয়ে যা ☺️🍫
উত্তরমুছুনকিছু কিছু ক্ষেত্রে বর্ণনা কে ভীষণ আবছা মনে হয় , এই ক্ষেত্রেও তাই
উত্তরমুছুনঅসম্ভব সুন্দর বিশেষ ভাবে "ছায়া" মন ছুঁয়ে যাওয়া কিছু লাইন রয়েছে ❤️