সরলরেখা
নিজেকে রাগহীন ভাবার চেষ্টা করলেই ইদানিং
সরলরেখার বিবাদহীন রূপ মনে পড়ে৷
অথচ হৃৎস্পন্দনের রৈখিক প্রকাশে
যন্ত্রে দৃশ্যমান কার্ভেচারে তো বক্রতাই ধরা পড়ে!
তবু জং ধরা সমাজ
বিন্দু থেকে বিন্দু সংযুক্ত করে
যে পথ তৈরী করে দেয়
স্ত্রীলিঙ্গের চলন বিন্যাসের কালে,
তা বরাবর
সরলরেখাকেই মান্যতা দেয়৷
বক্রতা হৃদয়ের ধর্ম হলেও
তা আবহমানকাল ব্রাত্যই রয়ে যায়৷
জননের গল্প
আমার তুমি প্রবণতার কথা
এতদিনে এ বরেন্দ্রভূমে জেনেছে সকলেই, অথচ প্রতিটি প্রহর কাটে
"মিলন হবে কতদিনে" এমনই অনিশ্চয়তায়৷
অতঃপর নিজেতেই ডুব দিই মহাজনদের দেখিয়ে দেওয়া পথের নিশানা ধরে৷
সত্তায় আদিম অরণ্যচারী প্রবৃত্তি, তাইআত্মরতিময় ফুলশয্যার রাতেপরিতৃপ্ত সঙ্গম অন্তে শয্যাময় ছড়িয়ে পড়ে অজস্র নতুন বীজ
এভাবেই তোমায় ভেবে প্রতিটি প্রসব ঋতুতে অযৌন প্রজননে নতুন অরণ্যপ্রজাতি গড়ে তুলি ভিন্ন ভিন্ন অববাহিকা জুড়ে৷