দোঁহা

শুভদীপ দত্ত প্রামানিকের কবিতা

 


রক্ত সংবহন তন্ত্র

আকাশের দেহে অষ্টতর ভেদ পরিপুষ্ট
মানুষের ফসল ধর্মেও রানী মৌমাছি
পতিব্রতা শুক্রাণু বায়ুভূত রাধাকৃষ্ণ
সতী অসতী জীবরূপ প্রভাসে ঘন পুরুষ।

ঢাক ঢোল বাজে পাঁচ কোষে
বিগ্রহ মুনি ঋষির ব্লক
প্রাণে অজ্ঞাত রেতঃব্রহ্ম
মা চক্র বক্ষদেশে চন্ডী চৈতন্য রস রক্ত অস্থি।

তৎ ও সৎ লুঙ-লিট্ এ অনেকখানি নাগ ছত্র
অষ্টতর ভেদ হৃদয়বক্ষদেশ
সোনালী ঘোড়া সূর্যাস্ত অতিক্রমে উজাড় করে রক্ত সংবহন তন্ত্র
নির্ঝর ডালপালারা বাহুতে আহ্বান করে দেবীদের কারণ শরীর।

শহরে গভীর রাত...

চতুর্থীর কুতুবমিনার চাঁদ উত্তর কলকাতার গলিতে পারমাণবিক।



সিদ্ধ সাপ

গর্ভের ভিতর বৃক্ষের বসবাস
উষ্ণ সন্ন্যাসী ধ্যান করে সাপের বনে
বিশাল সাপ, পরীবনে পদ্ম
পদ্মে গুপ্ত দৈত্যের মেঘ।

নৌকা চলে সত্য জলে
শয়ানে শরীরে মৌন মুদ্রা দোলে
আঁধার, তড়িৎ
অস্তরাগ রক্তে হিংস্র ব্রহ্ম-অন্ডকোষ!

হাড়ে ডোম মৈথুন
ক্রুর কারা ছেড়ে আজ যক্ষকে মেরেছি ছোবল
সাপ, সিদ্ধ সাপ
এক এক করে গিলে ফেলছে

 রাত-অগম , নিষিদ্ধ নাভি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন