দোঁহা

চন্দ্রানী গোস্বামীর কবিতা

 


 গজল

ফিরাইনি, মিতবাক আকাশের মতো
পাশাপাশি আছি।
এখন জগজিৎ সিংয়ের মতো
একাই যাব
সরস্বতী নদী
আর
উড়ন্ত বিহঙ্গের মুদ্রায় তুমি
নগ্ন জলের স্রোতে একাকী প্রদীপ...
বুকে যেন কার স্নেহময় ছোঁয়াচ


নিভৃতচারী

কতদিন ললাট স্পর্শ করিনি-

ব্যাধের ছিলায় ম্লান ভাব নিয়ে
এসে দাঁড়াই নিশ্চিত শিকার জেনে-
অভিমান?

ধীরে, অতি ধীরে বুক পকেটে জমেছে
আয়নার চেয়েও অস্বচ্ছ পারদ
কান্না জমেছে...বাতাসে
পাতাল রেলের চেয়েও তীব্র শনশন

প্রাণিত হচ্ছে থার্ড লাইন

কপালে হালকা ঘাম জমে
অশনাক্ত বলিরেখায়, চেনা শব্দ
মুছে গিয়ে কলমের মুখ ঘেঁষে দাঁড়িয়ে
যাচ্ছে ভুলে যাওয়া ইষ্টিকুটুম...

শাদা চাদরে মুড়ে ফেলার আগে
কে যেন "আমার" বলে
গলা জড়িয়ে ধরে

অতীত...!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন