দোঁহা

কাজল রায়ের কবিতা


 মোহ ও শোক  

মানুষ চিনতে পারি না
ঠকে যাই
ঠকতে ঠকতে ছায়া খুঁজি

সহস্র বছরের কল্পতরুর কাছে
তথাগত পথ দেখান
নিদ্রাহীন শূন্যতায় জরা, প্রজ্ঞা, বোধে
আশ্চর্য বোধিলাভ

ক্ষুদ্রতর আমার মোহ ও শোকের ভিতর দেখি
মেঘে মেঘে ভেসে চলেছেন আরাধ্য সচ্চিদানন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন