সিকিম ডায়েরি
পাড়ের দীপ্রতা দেখি আর...শুনি অতল খাদের চিৎকার!
যা লিখি, সে এক পাহাড়ি মেয়ের কথা
ইশারায় তার মেঘ খেলা করে
জানালায় উঁকি দিয়ে যায় লেখা, কাঞ্চনজঙ্ঘার চোখ!
আমি কোনো আর্দ্র পর্যটক,
কমলালেবুর বনে বেড়াতে এসেছি
ভোরবেলা উঠে, কুয়াশায় ভিজে
যেতে যেতে, অন্ধকারে ঢেকে যাই! পাশে,গহন জঙ্গল থেকে ভেসে আসে বুনোগন্ধ, ভয়! নেশা জাগে।
অনেকটা দৌড়ে ঢুকে পড়ি
চায়ের দোকানে
সিকিম যুবতী হেসে ওঠে
এবং সোনার রোদ
