উৎসব
গোধূলির মদ পান করে এই শহর
লুটিয়ে পড়েছিলো রাত্রির কোলে,
নিয়ন আলোর চক্রব্যূহে বন্দী উৎসব,
তিনদিন ঘরে ফেরেনি যে মেয়ে
নাট্য মঞ্চে সে ত্রিশূল হাতে দাঁড়িয়ে ছিল একাকী,
দর্শকদের আরাম কেদারায়-'ধারাপাত', 'সহজ পাঠ'
'বর্ণপরিচয়', 'কিশলয়', এরাও সামিল ছিল,
রঙিন হাসিগুলো ওদের মুখে মানিয়েছে বেশ,
মায়ার মতো পাহারা দিয়েছিলো কয়েকটা
ফুটপাত একটা রাজপথকে,
সব ফেরিওয়ালা সেদিন উৎসবের সৌজন্য সংখ্যা
বিলি করেছিলো শহরের সবথেকে দীর্ঘ রাজপথে।
পারফিউম
পাখির তৃতীয় ডানায় পাওয়া গেছে
আকাশের ঘ্রাণ,
মাটিতে তখনও ঘাস জন্মায়নি,
কেবল কয়েকটি পাথর গা ঢাকা
দিয়েছিলো ঝিনুকের খোলসে,
গাছের পাতার রঙ ছিলো নীল
সবুজ ছিলো সমুদ্র,
তাদের রঙ বদলের স্বপ্ন দেখিয়েছিলো
যে পাখি, তার বায়ু থলিতে
টুকরো টুকরো আকাশ জমা হয়েছিলো!
