দোঁহা

রাহুল রায়ের কবিতা


 প্রেম ও পলিটিক্স

বারুদ কুঁড়ি ঝড়ছে মিছিল মিছিলে
এবার বুঝি যুদ্ধ হবে
তোমার আমার ভীষন রাগে

এপারে জল মাটির দেশ
মদের ভাটি, লোক আনাগোনা

রাঢ় মস্তানের চোখ রাঙানি
ভোট মারপিট, ও দাঙ্গা

এসব সন্ত্রাস দেখে বাংলা ছাড়তে
ভালোলাগে না;
আজকাল কবিতার কাছে ফিরি

এবং

দিনশেষে ক্লান্তি ছায়ায় এসে বসি
যৌবন শুধুই তোমায় খোঁজে

তুমিই বুদ্ধের বাগান, শান্তির নীড়
বুঝেছি আঁচলে মুখ গুঁজে।


বৌদ্ধ সন্ন্যাসিনী

শরীরে বৌদ্ধ ভিক্ষুক, এক‌খন্ড বাগান
জল দিই রোজ—

ও ফুল ফোটে, তুলে দিই বুদ্ধের পায়ে

এ মনগৃহে শুধুই
দূর্ভিক্ষ
যুদ্ধ
বিপর্যয়

স্হিরতা নেই,
খুঁজেছি মায়ের কোলে মাথা রেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন