দোঁহা

রাজেশ গঙ্গোপাধ্যায়ের কবিতা


স্ক্রিপ্ট

আমার সকল লেখা তোমাকেই লক্ষ্য করে নয়-

অনুভূতি দ্রবীভূত হয়ে যদি কখনো অরূপ সন্ধানে খুঁজে পাওয়া যায় চেনা হরফের মত কোন আত্মীয়তা সুতো, যদি প্রত্যাশা কর আকাঙ্খিত আলোয়ানে শীত ঋতু পরাজিত হবে, তাহলে বলতে খারাপ লাগলেও সত্যিটা হল, আপেক্ষিক সম্পর্কে আজও কোন ধারণাই তৈরী হলনা...আসলে প্রত্যাশার ভেতরে যে বিবিক্ততা বুঁদ হয়ে থাকে, যে অনিমেষ আদলে শান্তি খুঁজে পেয়ে বর্তে যেতে চাওয়া আমাদের, তার বহিরঙ্গে একলা বেলায় চুপ করে বসে থাকা কিশোরীর আগুনের মত আর সব কিছু তুচ্ছ হয়ে ধেয়ে আসা ডাকের বিপজ্জনক খাদে একা একটি পাহাড়ী ভ্রমণ গড়িয়ে যেতে থাকে, আর সকল জিজ্ঞাসু দৃষ্টিকে এড়িয়ে সে কিশোরী আঙুল হাওয়ায় লিখেছে তার প্রথম ভাসান...এখানে অভিভাবকহীন সব লাগামেরা হেরে যেতে প্রস্তুত থেকেও শেষ পর্যন্ত কিছুই হলনা...ছুটি শেষ হয়ে আসা সে বিকেল ভারী হয়ে উঠেছিল লোনা কুয়াশায়...

প্রসঙ্গত পরের দৃশ্য আর ভেবে ওঠা হলনা জীবনে...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন