রেস
এলোমেলো পড়ে আছে কালিংপঙ
পাহাড়ের বাঁকে বাঁকে দড়ি টানাটানি
কে জেতে কে হারে!
আগ্রাসী চোখেরাও কী নির্লিপ্ত আজ,
পেন্ডুলামের সাথে।
বিষন্ন বিকেলে দোল খায় চা' পাতা
শূন্যতা ছুঁড়ে দিয়ে পেয়ালার গায়ে,
উপসি থাকার চেয়ে রাখাটাই
বিজেতার একমাত্র সংজ্ঞা বোধ হয়।
হেরে ভুত হয়ে যায় ছোট্ট অর্কিডচারা
যার ডাক নাম ছিলো জীবন...
আর্জি
জং পড়া ঘুঙুর আর ক্ষয়ে যাওয়া বাটা স্যান্ডেল খুলে রাখে যারা
যারা সন্ন্যাসে ব্রতী হয়
মাটি তুলে রাখে বাঙ্কের গায়ে
কালো মেঘ আর রামধনু সমার্থক হয় যে আকাশে,
কোষে কোষে গড়ে ওঠে বৌদ্ধমঠ যে শরীরে!
তাদের ঝুলিতে দাঁড়িপাল্লা আর আঙুল না দিয়ে
বরং
আয়নার গায়ে লেগে থাকা আলোর প্রতিসরণ ছুঁড়ে দিও
দেখো, নতুন আধার কার্ডে তোমার নাম হবে হরিশ্চন্দ্র।
