গ্রহণকাল
তুমি চামুণ্ডা সেজে পুজো পর্বে প্রতিদিনই বদলে নাও মালা
গলা থেকে নেমে আসা মুণ্ডুমালার প্রতিটা মাথা আমার চেনা
প্রসাদঘরের গোপন সুড়ঙ্গে ধরে রাখা আছে বিস্তীর্ণ এক দেশ
যেখানে গাছে গাছে ঝুলে থাকে সস্তা জনগণের ভবিষ্যৎ বার্তা
আলতো ঝাড়া দিলেই ঝরে পড়তে থাকে উল্লেখযোগ্য শব
রাজনৈতিক ব্যবসায় প্রকাশ্যে কেটে নেয়া হয় তাদের মাথা
তুমি মালা পরার সময় একবারও চেয়ে দেখো না তাদের মুখ।
তারা কি নির্দয় ছিন্নমস্তার অভিশাপ কুড়িয়েছে কখনও?
তোমার চরণে ভক্তেরা ফুল ছুঁড়ে দেবার সময় ওরা দেখে
বোমারু বিমানের মতো গতি নিয়ে এগিয়ে আসছে মৃত্যুসংখ্যা
মৃতের উপত্যকায় দাঁড়ালে কাটা মাথারও মৃত্যু ভয় এসে যায়
সেও কামনা করে কোনও একদিন গিলে নেবে পরিপূর্ণ চাঁদ।
হে অমা, তুমি উৎপাদকে বিশ্লেষণ করো আমার রক্তগন্ধী ঠোঁট
কাটা মাথা থেকে গড়ানো রক্ত আমিও কিছুটা টেনে এসেছি।
তুমি কালী তুমি তারা
যেটুকু আগুন আছে সীমাহীন দ্রাঘিমার গানে
সুরের বেদনা থাকে ছাইচাপা সে বুকের টানে।
শোয়ানো শ্মশান ভূমি সব মৃতদেহ হাতে গোনা
তৃতীয় নয়ন থেকে উঠে আসে মৃগয়া বাসনা।
নবীন শামুকখোল ঢুকে যায় মাথা থেকে লেজ
তুমিও কুসুম সেজে ঢেলে দাও সুনিপুণ তেজ।
গলায় উপচে আসে কায়াহীন মাথা ছাড়া জিভ
আমার ভূমিকা শুধু পদতলে শুয়ে থাকা শিব।
আমাকে ভেংচি কেটে সরে যায় জীবনের সীমা
বদন ধুইয়ে দিতে গায়ে লাগে গোপন কালিমা।
তুমি কালী তুমি তারা ছিন্ন দেহে ভিন্ন অভিসার
আষাঢ়ে কাহিনী না সে বাস্তুতন্ত্র বড়ো ক্ষুরধার।
ক্ষুরের চাহিদা থাকে কেটে দিতে উচ্চতর গলা
গলাকে গলায় দিয়ে তোমার উদাসী পথ চলা।
বেশ তো, এগিয়ে চলো পরিপাটি কৃষ্ণবর্ণ ধরে
তোমার সচল জিভে আমি থাকি উপবাস করে৷
- প্রথম পাতা
- বিষয়
- _গল্প
- _কবিতা
- _প্রবন্ধ
- _ভ্রমণ
- _ফটোফিচার
- _বাংলাদেশের কলম
- _ধারাবাহিক
- _ফিল্ম রিভিউ
- _পাঠ পরিক্রমা
- Editions and Archive
- _২৫শে বৈশাখ
- _বৈশাখী সংখ্যা
- _স্বাধীনতা দিবস সংখ্যা
- _প্রাক শারদ সংখ্যা
- _ভারত বাংলাদেশ মৈত্রী সংখ্যা
- _শারদ সংখ্যা
- _মাহশা ইরান সংখ্যা
- _দীপাবলি সংখ্যা
- _ঋত্বিক ঘটক সংখ্যা
- _শক্তি চট্টোপাধ্যায় সংখ্যা
- _শীতকালীন সংখ্যা
- _প্রথম বর্ষপূর্তি সংখ্যা
- _বইমেলা সংখ্যা
- _ভাষা দিবস সংখ্যা
- _দোলযাত্রা সংখ্যা
- _পয়লা বৈশাখ সংখ্যা
- _কার্টুন সংখ্যা
- _শারদ সংখ্যা ১৪৩০
- _বিশেষ সংখ্যা
- _রক্ত করবী সংখ্যা
- Contact Us
- Editorial Team
- About Us