দোঁহা

অশেষ চট্টোপাধ্যায়ের কবিতা

  


 শিরনামহীন


পুরোনো পথের ক্ষত সারিয়ে দিয়েছে পিচ।
আমি বাড়ি ফিরি,
                     ছায়া আটকে থাকে গরম রাস্তাতে।



দুশো টাকায় তিনটে! দোকানি চিৎকার করে।
শাড়ির দাম কমেছে।
গ্রাম থেকে শহর, গোবরডাঙা থেকে মনিপুর,
                                  শাড়ি জমায়।

একটা খুলে নেওয়ার পর আলমারিতে যেন,
                             আরেকটা শাড়ির জোগান থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন