দোঁহা

দেবদাস রজকের কবিতা

 


জগতযন্ত্রণা

আমার দুঃখিনী পথে মুন্ডমালা ধরো
রাস্তা খোলা, হাঁটো হাঁটো, জোরে হাঁটো
দিকভ্রান্ত কাজলরাত, বজ্র-বৃষ্টি-আলো

আমার মাথা নেই তো মা
কার ভিতরে আছে মাথা সেটাই জানি না

এই ফুলেতে সহ্য লেখা আর ওই ফুলেতে ক্ষমা
কোন্ ফুলেতে তোকে পাব ধন্দে আছি মা

তোমার দুঃখিনীপথ চলা, তোমার আলতামাখা পা
দুলছে তোমার ঊরুর নীচে লোভের কারখানা
ওগো! দ্যাখ চেয়ে দ্যাখ মা, আমার জগতযন্ত্রণা


নাচন

মৃদঙ্গ বাজে গো মৃদঙ্গ!
আমাদের কালী নাচন ধরেছে ধরায়
কালো-কালী কালোয় মিশেছে সই
রাতের জোছনায়

চল-রে সখা মাদল বাজাই আয়-রে ঢুলী আয়
বেকার-যুবক, পাপী-দুঃখী, মানুষ-খেকো, চাঁই
কূল-হারানো রাত-সীমানা চিল-পাখিদের শব
আয়-রে মেয়ে সব

কালীর নাচন ভয়ঙ্করী নগর-দরিয়ায়
ও কালীতেই কালো হব কালির জামানায়
মা তোর পা দু’খানি রক্তধারা এ কি সম্ভব?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন