দোঁহা

ঋষা ভট্টাচার্য্যের কবিতা

 

 

ভয় ও কালী

কালো নামে ডরাস যদি,
আমার চিৎস্বরূপা দেবী,
কালোয় আলো জ্বালবে জগৎ
কালীরূপো বন্দিনি।

ভয়ঙ্করী রূপে মাগো
ডরাস যাকে রাঙিয়ে
তাকেই আঁধার পাড় করালি
বুকের ছাদে আঁচল ঢেকে।

শ্যামা গানে মাতল যখন
আজ আঙিনার অন্তরালে।
আলোর নাচন দেখবে সে জন
কালি নামে বেড়া দিলে।

কালো রূপেই আছিস যখন
শৈব চিতে স্থিতা,
সবার কালোই মাখছ মাগো
চন্ডীঘট ও কালিকা।


শাসনরূপিনী

তন্ত্র মন্ত্রে কালী রূপে
কালো ভ্রূকুটি বদনা,
প্রচন্ডা রূপে করাল বদনী
মাতৃরূপেণ বন্দিতা।

বিচিত্ররূপী খট্টাঙ্গ ধরা
নরমুন্ড মালিকা
ধরায় যত শুম্ভ নিশুম্ভ
নিধনকালে ভৈরবা।

অট্টহাসে বিজিতা মাগো
চন্ড মুন্ড সংহার
মাতৃরূপী অসুরদলনী
চামুন্ডা প্রতিবার।

খড়্গহস্তে শাসনরূপিনী
মাতৃহস্তে সেবিকা
তোমার সৃষ্টি একশো কোটি
তুমি দশমহাবিদ্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন