একান্ন মা
তোমার হাতে অভয় বাঁধা
দল সহস্রে বসে জগতের চেতনা
প্রাণে সন্ধি প্রাণে পারাপার
একান্নতে মা অন্ধকার নাশ।
নবদ্বারে শিবের ঘর
মা কন্ঠে ও প্রহরীর চৈতন্যে
কুজন হাঁটে আর কেন ভয়
আলো মা আলো রুদ্র হৃদয় মহম্মদ।
এবার ঘেঁষেছি সুরস সৃষ্টিতে
রক্তজবায় পূর্ণ হয় বিষয়-আশয়।
একান্নবর্তী মা আলোর যশ।
ত্রাণ
একমুঠো চালাকি করে মায়াচক্র পদে ভেসেছি
চক্রে "ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং..." কার্তিক মাস
মনের দেশে গৃহহীন খাদ
সেখানে ভাবের ভার, মা মা নতুন ঘর।
দিন আসে রাতের প্রশাখায় জপ
ভূতের শমন আত্মায় ঋণদোষ
রাজার রাজা তুমি মা, তন্ত্রের রাজমহিষী
সোজা পথ ভোরের নরমে চিনি।
চক্রের ছায়া ধূপ কাব্য
কাব্যের স্বর্গে ইন্দ্র প্রজা
দুর্গা মহলে তরঙ্গ অঙ্গ
ডুবি আর ডুবি সারের জলে।
কাল কাঁপে 'তন' ও 'ত্রৈ'-এ।