দোঁহা

কৌশিক সেনের কবিতা



ল্যাব্রাডর  

আগুন আর অসুখের মাঝখানে যে টুকরো ভালোবাসা-
তার কেন্দ্রস্থলে এক প্রভুভক্ত কুকুর বসে থাকে।

মাংসের টুকরো দিই, লোভ দেখাই
সরে যায় যাতে, যায়না,
বাতাসের সাথে সাথে অস্ফুট জেগে ওঠে প্রতিহিংসা। ক্যানাইনের কিনারায় লেগে থাকে আচারসংহিতা।  লালাময় জিভে ক্ষুধার সকাল
কেউ যেন আঁচ দিয়েছে ক্লান্ত উনুনে।

আগুন আর অসুখের মাঝখানে যে দলাপাকানো কান্না
তার কেন্দ্রস্থলে এক সারমেয় বসে আছে,

প্রশিক্ষণপ্রাপ্ত, স্তাবক!


ডালকুত্তা

নিভন্ত চুল্লির পাশে বসিয়ে দেখেছি, ল্যাজ নাড়ে কিনা।

উথলে পড়া মাড় আর এঁটো বাসন চেটে নিয়েছে,
গোস্তের শূন্য হাঁড়ির গন্ধ শুঁকতে শুঁকতে ঈশ্বরের গন্ধ পেয়েছে
আমার ছায়ায়।

নরম ছাইয়ের ভিতর বসিয়ে দেখেছি, জিভ ঝোলে কিনা।

দেখেছি, বসন্ত ফেঁড়ে এক দৌড়ে ঘরে ঢুকেছে ধূসর ভাদ্রমাস,
জিভের ডগায় কান্না ঝুলিয়ে বসেছে
আমার হুকুম তামিলের অপেক্ষায়।

আদেশ করতেই ঝাঁপ দিয়েছে অন্ধকার খাদে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন