দোঁহা

বিশ্বজিৎ বাউনার কবিতা

 

প্রাপ্তি

নিজেদের মতো বিদ্রোহী,গুমরায় প্রাপ্তির মন।
কামোদ জলের থেকে এঁকে নিতে চায় রামধনু।
বদলের প্রতিশ্রুতি নিয়ে কেঁপে ওঠে নির্বাচন,
রক্তের রোদ আজ পুড়িয়ে দেয় বাতাসের তনু।
দিকে দিকে রাখা উদ্ধত মুঠি, কথারা লাল নীল...
অক্ষরের ফানুসে উড়ে যায় স্বপ্নের আলাদিন।
ডুমুরের ফুল গায়ে নেতারা আজ হয়েছে চিল,
সব খুঁত খুঁটে বলে যায় মেটাবে সন্ধির ঋণ।
কামধেনু প্রহর যেন নেমে আসে ঐ হাসি মুখে,
জোড় হাত থেকে উথলে পড়ে সে বিনয়ের ফুল।
বিরোধী কেউ চায় আজ এই সমবেত সম্মুখে?
এক মদে মত্ত সব, ভুল-ঠিক ব্যতীত তুমূল।

এই উৎসবে রঙ বড় বালাই, গৌণ মানুষেরা।
চিৎকার থিতিয়ে গেলে তার শুধু ছাই নিয়ে ফেরা।




অমোচনীয়

পেতে রাখা আঙ্গুলে উঠে আসে সেই ধারালো কালি,
গর্বিত ভোটারের দিকে তাকিয়ে হেসে ওঠে রোদ।
এইটুকু পাওয়া ছিল, বাকি কাকতাড়ুয়া খালি--
শস্যের মাঠে পাহারা দেবে তার থেঁতলানো বোধ।
উজ্জ্বল এই কালি হাতে লেগে থাকে অমোচনীয়,
ভাঙা দাওয়ায় ফোকলা চাঁদ উঁকি দেয় প্রতি রাতে।
অন্ধের চোখে শোষকেরা কখনোই হয় অপ্রিয়?
হাড় লেলিয়ে রাখা থাকে ছোট ছোট স্বার্থের দাঁতে।
তা নিয়ে মশগুল, জনতা ডোবে পিটুলির ক্ষীরে..
সম্মিলিত চেতনা ভেঙে আলেয়া রাখে তার ভাঁজ।
জলে ঘামে সে অমোচনীয় কালি মুছে যায় ধীরে,
টের পায় কখন সেই কাদারঙ হয়েছে গ্রহরাজ?

সেই কালি কালিমা হয়ে হৃদয়ে আনে শামিয়ানা।
গণতন্ত্র চিরদিন খায় দেখি ছলনার দানা।




 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন