আজ, আপাতত
১.
জন্মঠেক চুরমার হচ্ছে
আস্তাবল থেকে দৃশ্যত দূর
এবং ঘূর্ণিমেঘ কালো
সেনাবাংকার সদৃশ বিকেলে
নুয়ে আসছে পূর্বলিখিত মিথ, মিথ্যে
২.
মূল থেকে শাখা পর্যন্ত যতটা
চাঁদ ধরে রাখে
বহুবর্ণ শাড়ির আঁচলে অধঃক্ষেপ
গাঢ় গ্রে ম্যাটার থেকে বাঁ-হাতি দূরত্ব
যা বেসুরো,
অস্থিরে থোপা থোপা চরিত্র
অন্য সেট পালক ও পাখি বাজার
অসাধারণ একটি কবিতা
উত্তরমুছুন