হাতবদল
প্রতি পাঁচ বছর অন্তর
আমরা ভোট দি
গনতন্ত্রউৎসব । হইহুল্লোড় ।
এরপর কালো রঙ তুলে দি শাসকের হাতে
সেই রঙে
একে একে বিকৃত হয় বোধ
নির্মিত হয় ক্ষোভ , শ্মশানকাঠ
ও চিতার আগুন
দেশ জ্বলে...
চোখের ওপর কাপড় বাঁধেন গান্ধারী
অসংখ্য অনুগামীদল
বছর ঘোরে , আসে
কালো রঙ শুধু বদল করে হাত !
গনতন্ত্রউৎসব । হইহুল্লোড় ।
এরপর কালো রঙ তুলে দি শাসকের হাতে
সেই রঙে
একে একে বিকৃত হয় বোধ
নির্মিত হয় ক্ষোভ , শ্মশানকাঠ
ও চিতার আগুন
দেশ জ্বলে...
চোখের ওপর কাপড় বাঁধেন গান্ধারী
অসংখ্য অনুগামীদল
বছর ঘোরে , আসে
কালো রঙ শুধু বদল করে হাত !
ঠোঁটে
মেঘমেঘে কাঁচাপাকা রঙ
ঘুষঘুষে অন্ধকার
যেন মরিচ ছড়ানো পদ
তুমি টেবিলে মেলে ধরো ,
একে একে সাজাও আসন
সাজাও থালাবাটিগ্লাস ,
বৃষ্টিশব্দ ও গন্ধলেবুর ঘ্রাণ
দূরে কোথাও বাজ পড়ে
হাওয়া দেয় খুব ,
টুকরো ভাতঘুম
পৃথিবী স্তব্ধ হয় ঠোঁটে !
