ডা.শুভায়ু দে
১. আমার দাঁতে খুব ব্যথা। ডাক্তারবাবু বলছেন, দাঁত তোলার দরকার নেই।ওখান থেকে ইনফেকশন অন্য জায়গায় ছড়িয়ে পড়বে তো?
উ: বোধহয় আপনি বুঝতে ভুল করেছেন। শুধু ওষুধ খাইয়ে আপনাকে দাঁতটি রেখে দেওয়ার কথা বলেনি, শক্ত দাঁত না তুলে হয়তো রুট ক্যানাল ট্রিটমেন্ট -এর মাধ্যমে দাঁত টি রেখে দেওয়ার কথা বলেছেন।
২. আগে তো সবাই বলত, ব্যথা হলেই দাঁত তুলে নাও। এখন যেন বেশি ঝকমারি।
উ: আগে কিন্তু ক্ষেত্রানুযায়ী টিংচার আয়োডিনও দেওয়া হত, আপনি কী তা সেবন করেন? পরিস্থিতি পাল্টেছে। যুগ এগিয়েছে। দন্তচিকিৎসাও এগিয়েছে।
দাঁত তুলতে থাকলে আপনার চোয়ালটিও কমজোরি হয়ে যাবে।
৩.আগে তো সবাই খোলা-পড়া দাঁত পড়ত। তখন তো কিছু হত না
উ: সে অপশন বা চয়েস এখনো আছে। কিন্তু আরো উন্নততর চিকিৎসা বর্তমানে এসেছে। আমাদের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে। আগে এত রেস্তোরাঁতেও আমরা খাওয়া দাওয়া করতাম না কিন্তু। এখন বেড়েছে। মনে রাখবেন, যা আমি বারবার বলি; সবচেয়ে মজবুত আপনার নিজের দাঁত, তারপর ইমপ্ল্যান্ট তারপর বাঁধানো দাঁত ( ফিক্সড) ও সবশেষ চয়েস হওয়া উচিত খোলাপড়া দাঁত
৪. এমন একটা ওষুধ দিন, যাতে দাঁত গুলো ভালো থাকে। এরকম এন্টিবায়োটিক নেই?
উ: আপাতত এরকম কিছুই আবিস্কার হয়নি। কোন এন্টিবায়োটিক আপনাকে দাঁতের ক্ষয় প্রতিরোধ করা থেকে বাঁচাতে পারবেনা।
৫. আমার একটা দাঁতে সমস্যা, ব্যথা হত। ডাক্তারবাবু তুলিয়ে নিতে বলেছিলেন। আমি আর তোলাতে চাইনি। কিন্তু এখন তো আর কোন ওষুধেই ব্যথা কমছে না।
উ: দাঁতের মধ্যের পাল্প টিস্যু গুলির ইনফ্ল্যামেশন হয়েছে। লোকাল Ph বেড়ে গেছে। এখন আপনার দ্রুত দাঁতটির চিকিৎসা দরকার। ওষুধ খেয়ে কোনোভাবেই রেখে দিতে পারবেন না।
আর হ্যাঁ, ডাক্তারবাবু এমনি এমনি ট্রিটমেন্টের কথা বলেননি। ওষুধ দিয়ে দাঁতের ক্যাভিটি প্রতিরোধ করা যায় না। এটা মাথায় রাখবেন।
ডা.শুভায়ু দে
কনসাল্টেন্ট ডেন্টাল সার্জেন
এপোলো ২৪*৭ (এপোলো হাসপাতাল)