দোঁহা

সৃশর্মিষ্ঠার কবিতা

 

গোঁসাই পর্বে 

কালের কটিদেশে শ্রাবণীমেঘের
ধারাভাষ্যে বলিষ্ঠ বিরহ
       ওদিকে বিনির্মানের পথে জলের শৃঙ্গারে
স্বচ্ছ উল্কি, শ্রীমতীর
হোঁচট আঘাতে আড়ষ্ট 

      কনফিউসড্ সময়—

কৃষ্ণনামে 
কনফিডেন্ট এবং কনফিডেনসিয়াল স্নান সারো
প্রণামে সূর্যকণার
বায়বীয় লালা
উসকে দেয় অমোঘ দৃশ্য 
      পৃথিবীর আলপথে
গোসাঁই রঙে বয়ে যায় 
রাধিকা বাতাস...


শ্রাবণসন্ধ্যা

এক-একটা সন্ধে আসে 
যখন একটা শার্টের বোতাম 
সেলাই করতে করতে 
আরেকটা শার্টের গন্ধ 

মনে পড়ে 

সেই মানুষটা
সেই সময়
যা ঘড়ি থেকে অনতিদূরে
জবুথবু 
মেঘের কালে
যখন বৃষ্টি নামা ভীষণ অবৈধ...




1 মন্তব্যসমূহ

  1. সৃশর্মিষ্ঠার কবিতা প্রকৃত বানভাসি করে দিল এ সংখ্যাকে। দুর্দান্ত! দুষ্প্রাপ্য এক বোধের অন্তঃস্থল থেকে বের হয়ে এল কবিতার সাবালকত্বে সাবেকীয়ানার প্রাণিত মেহফিল...আহা!

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন