শিল্পের বাগান
শ্রাবণ তিথিতে উত্তাপ চাড়িয়ে
মরিয়ম আশ্রম নীরব...দেয়াং পহাড়ে
যুবক ও যুবতীর ঘামসিক্ত ঘাস দেখে
রবীন্দ্রনাথের শিল্পের বাগান বিরান।
মরিয়মের শিশুর নামে শিরনীর ব্রত হাতে ক্লান্ত
রামকিঙ্কর বেইজ।
মরিয়মকে কখনো তিনি দেখেন নি...
খৃষ্টপূর্ব সময়ের কাহিনীর পিঠে কাব্য লিখে
মঞ্জুভাষ যারা, মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেন
তাদের সম্পর্কে রামকিঙ্কর বা প্রেমিক যুগল
খুব আগ্রহী ছিলেন, সে কথাও ঠিক নয়।
তবে তারা মরিয়মকে চাক্ষুস সাক্ষী ভেবে
শ্রাবণের বৃষ্টিদগ্ধ পাহাড়ে চড়তে
সাবলীল বোধের কাছেই নত ছিল।
শ্রাবণ সন্ধ্যায়
আপনি এসেছিলেন এক শ্রাবণ সন্ধ্যায়
দেখিতে পায়নি মন
কী করে ঘুচিবে চোখের সে দায়!
যেই দৃশ্যমান হলেন, পেলব শুভ্রতায়
নিভে গেলো দৃষ্টির বৈভব
ভেতরে বাইরে তিথিকৃত্যে ফুল ফুটেছিলো
অথই অথই বৃষ্টির।
আপনি এসেছিলেন শ্রাবণ সন্ধ্যায়
দেখিতে পায়নি মন...
দৃষ্টির বর্ণমালায় কে যেনো গোয়ালিনীর
চোখ আঁকে, আপনার চুলের পোস্টারে সুবোধ গোপন।
মৌমাছি প্রকৃত মধু হয়তো কখনো পায়,
পাওয়া না পাওয়ার ঋতু পারাপারে
করতালি ঢেলে কারা যে মুখর রাখে পথ!