দোঁহা

সপ্তশ্রী কর্মকারের কবিতা

 

 

দারিদ্র্যের ছাপ

কার্নিশে যে পিঁপড়ে বেঁধেছে সারি,
সেই দেশে ধানের মূল্য বুদ্ধির চেয়ে কম দামি
উর্বর মস্তিষ্কের স্বাভাবিক ইচ্ছেটাই এখন-খিদে

 তীব্র অম্লশূল দিচ্ছে হানা
খাদ্যের অভাবে,
বর্ষার সীমাহীন জল 
ম্লান করেছে কৃষকের হাসি,
আজীবন সংগ্ৰামের হাতিয়ার লাঙ্গল পড়ে আছে ঘরে
কি অদ্ভুত পরিহাস, কৃষকদের মাতৃতন্ত্রের রক্তক্ষরণ,
 মুহূর্তের সীমাবদ্ধ অকৃত্রিম চাওয়া পাওয়া,
বুকের বা পাশ থেকে সরিয়ে নিলো মায়ের পরশ
যেন কৃষকের দারিদ্রের ছাপ


কবিতার আফিম

কবিতা লিখতে গেলে কখনও 
ফানুসে উড়ি,
হতাশার তলে উদ্দাম হেঁটে
পৃথিবীর কলরবের খিদে খুঁজি, 
জীবন সংগ্ৰামের সহজ ভাষাকে
রোদের দুঃসাহস আগুনে পোড়াই।
কবিদের যাপনে 
সম্ভোগ, মাটিতে পা রাখা,
বিরহ, শোক সবই 
যেন সৃষ্টির চেয়েও কল্পনাপ্রবণ

তখনই শুরু হয়-ফ্যানি ব্রাউনের প্রেম
আত্মশ্লাঘা, অন্ধকারে লেখা
এপিটাফ,
ইন্দ্রিয়ের সাথে মিশে "কবিতার 
আফিম"
কবির শেষ ঠোঁটে এক আশ্চর্য মৃত্যুবরণ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন