দোঁহা

দেবার্ঘ্য সাহার কবিতা

থিয়েটার কবিতা

সবাই সবাইকে হারানোর খেলায় মেতেছে।
দৃপ্ত কণ্ঠে চিৎকার করে কেউ বলছে,
"সবাইকে...সবাইকে শেষ করে
একা বেঁচে থাকব আমি।"
কেউ আবার অশালীন অঙ্গভঙ্গি করে
চিরাচরিত সভ্য সমাজকে উপহার দিচ্ছে সস্তার শ্লেষ...

আবার কেউ কেউ শব্দের পরিমিত ফোয়ারায় হারিয়ে ফেলছে নিজেকে।
স্টেজের আলোটা ঝিমিয়ে পড়ছে।

পর্দা নেমে যাচ্ছে।
দর্শক হাততালি দিচ্ছে।
আবার আলোকিত হয়ে উঠছে সব...
কিন্তু কেউ জীবনের মানেই বুঝছে না!
টিকিট বিক্রি হচ্ছে মুহুর্মুহু...


মালা

চিরকাল অপরাধী আমি,
ভেঙে ফেলি ভিক্ষার থালা।
কপালের চুম্বনে থামি...
ছুঁড়ে ফেলি বকুলের মালা।

পরিচিত অশালীন হাসি
বলে যায়, রাতগুলো কালো।
এঁটো সুখে হই বানভাসি,
জ্বলে ওঠে অশরীরী আলো।

ভালোটালো বেসে ছাই হবে।
তারচেয়ে এই আছি বেশ।
প্রায় মনে পড়ে, সেই কবে
হয়েছিল এ জীবন শেষ...


2 মন্তব্যসমূহ

  1. সুন্দর দুটি কবিতা।
    দ্বিতীয় কবিতায় প্রথম স্তবকে মাত্রা চ্যুতি ঘটেছে মনে হল। কবি-কে অনুরোধ করছি মাত্রার হিসেব দেখে নিতে।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন