দোঁহা

দুর্জয় খানের কবিতা



 প্রি-ক্ল্যাসিক্যাল অথবা ধারণার চ্যুতি

শরীর ধারণার ভেতর ক্রমাগত একটি রেখা

সরে যাচ্ছে
চোখ হয়ে উঠছে বর্গাকার ক্ষেত্র।

ধরুন তার বর্গমিটার ৪৮৪
পরিসীমা কত?

নাতিদীর্ঘ ওম ভেঙে দূরত্বপ্রবালের ভ্রমণ
যতটা উচ্ছিষ্ট সামান্য পরিসীমা!
ঠিক
মানুষের শরীরের ফলও ভীষণ উলম্ব...

জল... অগ্নি...বায়ু আর ধারণার বিচ্যুতি!


ফসিলসংক্রান্তি

কুমারিল ভট্টের দল কুসুমের মর্মগ্রহণে নির্ণয়ের দ্বিমাত্রিক প্ল্যান্ট। অনুঘটকের ইথারবর্ণে প্রতিঘুম…কম্পাস। অপরাহ্নভোজের তালিকায় রঙের গ্রেডেশন আরো অধিকতর প্রতিবিম্বের বাঁক।

যত ঘাসের অনুকূল; বৃত্তীয়গল্প

ধীযান সূচনায় রক্ষীয় আবেদন ভেঙে ভেতরে লুকিয়ে পড়ে ঘনত্বের স্ফুটনাংক।

পাতার কপাটতোলা ইন্দারায় ক্রমশ ঝাপসা হয়ে আসে রি-ক্যাম্পেইনের দল। তাবৎ সরঞ্জাম যাত্রার ফসিল ; শুক্রবারের বারবেলা আহুতি ডানার পালক!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন