ফেরার
জলের থেকেও অধিক ভিজে যাচ্ছি
নৈবেদ্যের চেয়েও ফালা ফালা
ঝোপঝাড়ে আমের কুশি নেই শিলাবৃষ্টি হাপিস
বন্ধু খুঁজতে গিয়ে "আমি" কুড়িয়ে আনছি
হাঁফ ধরে যায় হাঁফ ধরে যায়
তুমি মুক্তিযুদ্ধের পেট সেলাই করে ফিরেছো
মুখ বন্ধ রেখেছ এখনো কাঁটাতারের সঙ্গে
পিঠের দাগ
হাওয়ার থেকেও বেশি জমাট বেঁধে চলেছি রক্তে
হাঁ -য়ে উড়ন্ত প্রেমিক, উন্মাদ বোন, পলাতক পিতা
দেনা শোধ করতে গিয়ে সমস্ত খোয়াব
কালবৈশাখী হয়ে গেল
আজও ফিরছে না
তোমার পেখম, কার্তুজ ভাবছে কেউ কেউ...
ভোলামন
ভোলামনের নিরুদ্দেশ মনে আছে?
এক ধরনের শব্দ করতো আর ঠোঁটের ভেতর পাখি ঢুকে যেত
আকাশ নামতে পারবে না বলে মেঘ বাজিয়ে বাজিয়ে
বুনো তেঁতুল গাছ ছুঁয়ে ঝরঝর
সেবার কি ভিজেছিলে তুমি! ভিজিয়েছিলে?
তিনফসলী মাটি ভেঙে রাস্তা ছুটলো আত্মহননে
ভোলামনকে ঘিরে তখন ধর্নাপৃথিবী
তুমি রসকলি গাঁথছিলে
তুমি কাঁপছিলে ... চিরহরিৎ
লালশাকের ক্ষেতে মিশে গেল তোমার ভুখাপেটের বাচ্চা
সব রস মিলেমিশে কেমন নার্সিং হোম রমরমা
ভোলামনের চোখে শান্তি আর হাহাকার মনে আছে!
সেইসময় এমনকি সেই স্খলনের মুহূর্তেও
কাক ও কোকিল একসঙ্গে বাসা বাঁধছিল
মাথাপেটপাঁজরজঙ্ঘাকাঁটাতার
আর, ভোলামনের সহ্য ... বাঁধছিল
- প্রথম পাতা
- বিষয়
- _গল্প
- _কবিতা
- _প্রবন্ধ
- _ভ্রমণ
- _ফটোফিচার
- _বাংলাদেশের কলম
- _ধারাবাহিক
- _ফিল্ম রিভিউ
- _পাঠ পরিক্রমা
- Editions and Archive
- _২৫শে বৈশাখ
- _বৈশাখী সংখ্যা
- _স্বাধীনতা দিবস সংখ্যা
- _প্রাক শারদ সংখ্যা
- _ভারত বাংলাদেশ মৈত্রী সংখ্যা
- _শারদ সংখ্যা
- _মাহশা ইরান সংখ্যা
- _দীপাবলি সংখ্যা
- _ঋত্বিক ঘটক সংখ্যা
- _শক্তি চট্টোপাধ্যায় সংখ্যা
- _শীতকালীন সংখ্যা
- _প্রথম বর্ষপূর্তি সংখ্যা
- _বইমেলা সংখ্যা
- _ভাষা দিবস সংখ্যা
- _দোলযাত্রা সংখ্যা
- _পয়লা বৈশাখ সংখ্যা
- _কার্টুন সংখ্যা
- _শারদ সংখ্যা ১৪৩০
- _বিশেষ সংখ্যা
- _রক্ত করবী সংখ্যা
- Contact Us
- Editorial Team
- About Us
দুটো কবিতায় ভালো। প্রথমটা দারুণ
উত্তরমুছুন