দোঁহা

প্রদীপ ঘোষের গুচ্ছ কবিতা

 



১.
কুঁড়ি তো ভাবে না ফুল! তবু...
পাপড়ি খুলে যায়,
সময়ে পরাগরেণু ঝরে পড়ে
তোমার আনন্দ-র পাশে খুশি রেখে এসেছি হে
ভাস-এ খিলখিল প্লাস্টিক
ফুল্ল-কুসুমিত প্রফিউসলি, অঝোরে।

.
নিম্নচাপ, মেঘলা আকাশ,
বাতাস আদ্র, এমনটাই আবহাওয়া
বালাই ষাটের কিছু আগে পরে মানুষ
স্মৃতির পুঁটুলি, নিজের-ই ছায়া।

৩.
বন্দর ছেড়ে জাহাজ দূরবর্তী
ভেঁপুর পরে জলের হাহাকার
একবার স্তব্ধতা ফেটে গেলে
                     নরকগুলজার।

৪.
কবি লিখলেন...
ইজ্জত কী মৌত ইয়া জিল্লত কী জিন্দগি
আমি অকবি, এমনি-ই লিখলাম,
চাটুরাকৃতিটা গোল, চাটুকারিতায় রুটি মটোল
অপ্রতিভ হাসিতে চাটুকার-
পাঠকের গালে, ম্যায় হু না, শাহরুখের ডিম্পল।

৫.
বাঘ কি শুধু বনে থাকে?
বাঘ থাকে মনে ও
ডোরাকাটা-র জ্যামিতিক প্যাটার্ন
দেখে তফাৎ চিনে নিতে হয় খুব যতনে।

৬.
রঙ্গিলা রে, এই যে আমার মন!
ভোর ভোর খেজুরে রস, বেলা গড়াতেই
নেশা নেশা তাড়ির মতোন।
আজকাল আমার ভেতর বাইরে,
দু'ধারে-ই রিফু, জীর্ণ জিন্সের সংস্কার-
                                 লজঝড়ে।

৭.
হাউমাউবাউ
শয়তানের গন্ধ পাউ
লাল সুতোর বিড়ি, মাটির ভাঁড়ে চা
উইঙ্কল টুইঙ্কল, সে সব যখন মানুষ ছিলে
শিক্ষাদীক্ষা কারো চরণে অর্পণ করে
সে সব নিজেই পুড়িয়ে ফেললে হে!

.
তুমি সবসময় বলো আমার বাল ছেঁড়া
যাবে। ধরা যাক একজন কারো মাথার চুল
একত্রে হ্যাঁচকা টান মারা হলো। ফল হলো উল্টো।
তুমি জাতককাহিনী পড়োনি না হয় ভুলে গ্যাছো।
হোক বাল কিন্তু একতাই শক্তি।
এখানে একটিও চুল নয় মাথার খুলিটা-ই
উপড়ে চলে এলো ফলতঃ...

.
এত পাথর পেতে রেখেছো পথে পথে

এ পথে যেও না শ্যাম ও পথেও রাই
মাঝে আবোধা কিংকর্তব্যবিমূঢ়
হুতাশের উদ্বাহু ঢ্যাঙা ঠ্যাং'য়ে তিন
মাথার মোড় য্যানো
                                 দাঁড়িয়ে ওয়াই।

১০.
হড়পা বানে শেয়ানা-রা চটজলদি টিলায়-
উঠে পড়ে আর যারা ভাসবার ভেসে যায়।

১১.
'মশা মারতে কামান দাগা' আপ্ত বাক্যকে
সত্যে প্রমাণে মানুষ, ধোঁয়ায় স্ব-মুখ ঢাকে।

১২.
সহমরণ আসলে শাশ্বত সত্য(!)
আজও প্রবাহিত। ধরো প্রদীপের তেল আর সলতে!
তেল শেষ সলতেও। কিন্তু তুমি আমি পারিনি,
ভালোবাসা নিখাদ ছিল না তাইতে।
তুমি ভগ্নাবশেষে মোমবাতির মোম আর আমি
পুড়ে নিশ্চিহ্ন, ছাই হয়ে যাওয়া পলতে।

১৩.
ঘুম নেই, চোখের পলক পড়ে না, না?
ভালোবাসো আমায়? নাও, বিছিয়ে
দিলাম করতল
জল গুনে গুনে পূর্ণ করো তো হে!
হৃদয়ের অন্তস্তল?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন