দোঁহা

রথীন পার্থ মণ্ডলের গুচ্ছ কবিতা



সেই গন্ধটা

পারফিউমের গন্ধটা অনেক দিনের চেনা,
দক্ষিণের দরজাটা আজ বোধ হয় খুলে গেছে
নিঃসঙ্গতায় ভরা মনে
চাপা অন্ধকার বয়ে বেড়ায়
অনুভবে অস্তিত্বের স্বাদ
আজ যেন পেয়ে বসেছে
রক্তপলাশের রক্তিমতায় ভরে ওঠে মন
এখন এক ঝলক ঠাণ্ডা বাতাস চাই
এক মুঠো ঝরাপাতা নিতে নিতে
শয্যায় আঁকিবুকি খেলে আলপনার ছন্দ
কে যেন বসন্তের আবির রং মাখিয়ে দেয় মাথায়
ছুঁলো মনের প্রান্তর, উঁকি মারে আকাশে
চোখে অশ্রু জলের বন্যা বয়
তবুও দেখি পরশপাথরের ছোঁয়া লাগে
তুমি এসেছো আজ এখানে
তাই চন্দনী পারফিউমের গন্ধটা
আজ ফিরে এসেছে ঘরে।



নিঝুম রাতের কান্না

হঠাৎ যখন ঘুম ভাঙে মাঝরাতে
আলো জ্বালতেই দেখি হৃদয়ের গভীর থেকে
পাখা সম্বলিত পিঁপড়েরা আলোর দিকে উড়ে যায়
যেখানে মৃত্যুর সাক্ষাৎ নিশ্চিত জানে,
জেনে ইচ্ছে গুলো মরে যায়।

বাথরুমের ট্যাপ থেকে জল ঝরবার শব্দ
শুনি শুয়ে শুয়ে
ফোঁটায় ফোঁটায় ঝরে যায় স্বপ্নগুলো!

বেওয়ারিশ কুকুর বিলাপে জানায় যত কষ্ট
ট্রাকের চাকার নীচে পিষ্ট কবিতার ব্যাকুলতা
কাঁদে অসহায়, তবু জেগে থাকে বিদগ্ধ মন
মুখ থুবড়ে নর্দমায় পড়ে অনুভূতি।

মাঝরাতে প্রায়ই আমার ঘুম ভাঙে আজকাল।

 

আফতাব অ্যাভিনিউ

আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ
নদী হয়ে বুকে
অথবা রক্তস্রোতে
জানতে পারে না কেউ...
পায়ে পায়ে সাজে কত গল্পের চলা
মুখে মুখে বাজে কত দিবসের বলা
কত প্রেম, কত বিচ্ছেদ
কত বন্ধুতা, কত বিপ্লব
সাজিয়ে দিয়েছে জীবনের হরবোলা...
শুধু জানতে পারে না কেউ
বন্ধুর মত, বন্ধুর যাতায়াতেও
আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন