দোঁহা

মালা ঘোষ মিত্রের কবিতা

 


মনের কালী 

অন্ধকারে বড্ড একা লাগে
মাঠ ঢেকে গেছে,কুয়াশায়
পায়ে পায়ে এসে জ্ঞানের কালী
ঢেলে দাও অন্তরে,
স্তরে স্তরে ফুলের কুঁড়ির মতো
খুলে যায় সবকিছু-
অস্তিত্ব নিয়ে টিঁকে যায়
লক্ষ কোটি তারা আকাশে।
নিঃশব্দে রাতে শরীরের অহঙ্কার জেগে ওঠে
জাদুকরী চোখে বাজে মল্লার রাগ
মোহ এসে যায়,
উথালিপাথালি ঢেউ ওঠে
মনের কালী মুছিয়ে
আলোর দীপাবলি জ্বালিয়ে দাও।

আলো 

সারাদিন অনেক শব্দ ভিড় করে,
মনের কালী মুছে ফেলে,
লক্ষ্ণীর পাঁচালী  সুর করে পড়ে
বড়দি-লম্বা চুলে বেণী করা,
মার্বেলের মেঝেতে পেতলের প্রদীপ,
আকাশ দেখার জন্য স্বপ্নের প্রয়োজন-
গুনগুন শোনা যায় গানের কলি,
বারান্দার রেলিঙে চিবুক ঠেকিয়ে
দীপাবলির আলোর রোশনাই,
শব্দবাজি, মাইকের তান্ডব
অস্বস্তি এসে ভিড় করে।
মনের অলিন্দ কালী মায়ের ভক্তি,
ভিজে যায়-
মনের মানুষ সিঞ্চিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন