দীপান্বিতা
কল্লোলিনী চুলের বিসার সন্ধ্যা দিয়ে বাঁধা
বাসি গুঞ্জা খোঁপায় গোঁজে নগর নটী রাধা
দেহের বাঁকে অমানিশা, কালো চোখের কাঁখে
নগরবালা আলোকমালায় নিশাবসান আঁকে
অন্তঃপুরে ছলকে ওঠে চোদ্দপিদিম আলো
লগ্ন, তুমি মগ্ন যারা তাদের রেখো ভালো
নগর ব্রজের চরায় ফুটুক মনস্তাপের ফুল
হেমন্তিকা ধোঁয়ায় পোড়ে শ্যামাঙ্গী গুগ্গুল
ধোঁয়া সবার চোখের বালি, ধোঁয়া গোলকধাঁধা
আগুন হাতে অশ্রু পোড়ায় দীপান্বিতা রাধা
রাত্রি আসে রাত্রি যায় গহীন গাঙের নদী
নগর নটী মা হয়েছে, হাওয়ায় চতুর্দশী...
দীপাবলি - ৩
ঘর বেঁধেছি উতল হাওয়ায়, মৃত্যু গুনে রাখি
হৃদখামারে আগুন খুঁজি, শ্মশান আঁকা বাকি
ছয় মারণের ছয়টি চিতা, মৃত্যু লিখে যাই
একটি ক'রে মরণ মরে, একটু উঠে দাঁড়াই...
নিদেনপক্ষে চেষ্টা করি, ভাবি এবার জন্ম নেব
ভস্ম থেকে, নষ্ট থেকে, আবার আমি উঠে দাঁড়াব
আমিই শ্যামা আমিই ক্ষমা, আমিই আমার অগ্রদানী
আমিই আমার রক্তপায়ী, আমিই আমার আগমনী
চোদ্দপ্রদীপ, চোদ্দপুরুষ, তোমার নামেই শ্মশান আঁকি
অন্ধকারে উড়িয়ে দিলাম খাঁচায় পোষা ছয়টি পাখি
আমিই তবে আগুন হলাম, অমানিশায় চন্দ্রাবলী
নিজের হৃদেই আগুন দিলাম-দীপাবলি দীপাবলি...
হৃদখামারে আগুন খুঁজি, শ্মশান আঁকা বাকি
ছয় মারণের ছয়টি চিতা, মৃত্যু লিখে যাই
একটি ক'রে মরণ মরে, একটু উঠে দাঁড়াই...
নিদেনপক্ষে চেষ্টা করি, ভাবি এবার জন্ম নেব
ভস্ম থেকে, নষ্ট থেকে, আবার আমি উঠে দাঁড়াব
আমিই শ্যামা আমিই ক্ষমা, আমিই আমার অগ্রদানী
আমিই আমার রক্তপায়ী, আমিই আমার আগমনী
চোদ্দপ্রদীপ, চোদ্দপুরুষ, তোমার নামেই শ্মশান আঁকি
অন্ধকারে উড়িয়ে দিলাম খাঁচায় পোষা ছয়টি পাখি
আমিই তবে আগুন হলাম, অমানিশায় চন্দ্রাবলী
নিজের হৃদেই আগুন দিলাম-দীপাবলি দীপাবলি...