মা
কি লজ্জা কি লজ্জা জিব কেটে তাই ঢাকলে লাজ
প্রমত্ত স্বামী ঐ যে সজ্ঞানে অজ্ঞান পড়ে পথের মাঝে
কি আর করা পা গিয়ে পড়ে তারই বক্ষে যাও থমকে
নিশ্চলা অচলা হও সুঠাম সবলা ত্রিভুবন কেঁপে ওঠে
থরথর কম্পমান ভক্তরা সব করজোড়ে প্রার্থনা করে
মা… মা…মাগো দয়া করো দয়া করো কৃপা করো মা
তিনকাল মহাকাল আদ্যাশক্তি দশমহাবিদ্যা মহামায়া
মুক্তকেশী দিগম্বরী কৃষ্ণবর্ণা অসীমা চিরবৈরাগ্যময়ী
মা শব্দব্রহ্মরূপিণী তুমি প্রতিবাদের ভাষা দাও গলায়
মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াই মুক্তির পথে